চট্টগ্রাম

চন্দনাইশের বৈলতলীতে কাশেম ভুঁইয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক

চন্দনাইশের বৈলতলী ভুঁইয়া প্লে গ্রাউন্ডে আলহাজ্ব আবুল কাশেম ভুঁইয়ার পৃষ্ঠপোষকতায় মিনিবার ফুটবল ২০২৩ শুক্রবার বিকেলে উদ্বোধন করা হয়।

পৃষ্ঠপোষক আলহাজ্ব আবুল কাশেম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাছরীন আক্তার। বিশেষ অতিথি বৈলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সায়েম, বৈলতলী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল আলম বাচা, বৈলতলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি আবুল হোসেন ভুঁইয়া, টুর্নামেন্টের সমন্বয়ক সেলিমুর রশীদ ভুঁইয়া, সাংবাদিক এড. দেলোয়ার হোসেন, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, আওয়ামী লীগের নেতা মো. নাজিম উদ্দীন ভুঁইয়া, মো. তসলিম উদ্দিন ভুঁইয়া, সমাজসেবক মোহাম্মদ হারুন, ইউপি সদস্য মুরাদুর রহমান, এয়ার মোহাম্মদ, ইউনুস মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সবুর, মঈনুদ্দীন ওয়াসিম ভুঁইয়া।

সঞ্চালনা করেন ইমতিয়াজ উদ্দীন ভুঁইয়া ও এম এ ওয়াহেদ ভুঁইয়া। খেলায় পরিচালক (রেফারি- লাইনম্যান) ছিলেন মোহাম্মদ সিফাত, জয়নাল, কুতুব জাসেদ। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে আনোয়ারা সেভেন স্টার ক্লাব ও বাগিচাহাট উড়ন্ত পাখি।

এতে বাগিচাহাট উড়ন্ত পাখি সংস্থা ১-০ গোলে আনোয়ারা সেভেন স্টার ক্লাবকে হারিয়ে জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বাগিচাহাট উড়ন্ত পাখি সংস্থার মোহাম্মদ খালেদ।


Related posts

রাঙ্গুনিয়ায় বন্ধুর প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ দিল কিশোর বিজয়

Saddam Hossain

আন্দোলনে নিহত শহীদ ইশমামের বড় ভাইকে চাকরি দিলেন চট্টগ্রাম ডিসি

Md Maruf

চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত- ১, আহত- ৩

Chatgarsangbad.net

Leave a Comment