Hom Sliderচট্টগ্রাম

চান্দগাঁও হামিদচরে অবৈধ মাটি উত্তোলন, অর্থদণ্ড ২ লাখ


চান্দগাঁও প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে হামিদচরে প্রস্তাবিত সমন্বিত অফিস ভবনের জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সারওয়ার করিম নামের এক ব্যাক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি জানান, সরকারি জমি থেকে মাটি উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এ অভিযান পরিচালনা করি। অভিযানে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে চাঁদগাও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম, চান্দগাঁও ভূমি অফিসের কর্মকর্তারা সহায়তা করেন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, হামিদচরে ৭৩ দশমিক ৪২ একর সরকারি জমিতে মিনি সেক্রেটারিয়েট বা সমন্বিত অফিস ভবন নির্মানের প্রস্তাব নীতি নির্ধারণী পর্যায়ে আছে, তাই এ জমি থেকে মাটি বা বালু উত্তোলন কিংবা যেকোনও ধরনের অনুপ্রবেশ কঠোরভাবে দমন করা হবে।


Related posts

চন্দনাইশের মাইগাতায় অগ্নিকাণ্ড, নিঃস্ব ৭ পরিবারে আকাশ ভাঙ্গা কান্না

Chatgarsangbad.net

জোহরা কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে ৬ শতাধিক মানুষকে ইফতার দিলেন সিটি মেয়র

Chatgarsangbad.net

রাঙ্গুনিয়ায় অবৈধ সিগারেটসহ আটক দুই

Md Maruf

Leave a Comment