মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের ফতেহনগর এলাকায় কৃষি জমির টপ সয়েল (ভূমির উপরিস্তর) কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাবিবুল বশর (৩৮) নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ মার্চ) বিকালে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক জানান, “অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী হাবিবুল বশর (৩৮) নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
Leave a Reply