আজ ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

পানি আর অন্ধকারে ডুবে আছে সাতকানিয়াসহ ৮ উপজেলা


চাটগাঁর সংবাদ ডেস্কঃ গত চারদিন ধরে বন্যার পানি ও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবে আছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়াসহ আটটি উপজেলা।

বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া ও চন্দনাইশে বিদ্যুৎ সরবরাহে মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক দীলিপ চন্দ্র চৌধুরী জানিয়েছেন, এসব উপজেলায় অন্তত ৭৫টি খুঁটি হেলে পড়েছে। গাছ ভেঙ্গে সংযোগ লাইনের ওপর পড়েছে অনেক জায়গায়। চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার অধিকাংশ ইউনিয়ন পানিবন্দি হয়ে পড়ায় সেখানে মেরামতের জন্য কর্মীরা যেতে পারছেন না।

অন্যান্য ক্ষতিগ্রস্থ উপজেলার মধ্যে রয়েছে পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, চকরিয়া, আনোয়ারা, বাঁশখালী। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকার কারণে লোডশেডিংয়ের অন্ধকারে ডুবেছে উপজেলাগুলি।

প্রতিনিধিরা জানিয়েছেন, বন্যা কবলিত এলাকার যেসব ক্ষতিগ্রস্থ মানুষ ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তারা ত্রাণ ও অন্যান্য সাহায্য পাচ্ছেন, কিন্তু যারা নিজেদের ঘরে রয়েছেন তাদের কাছে প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ বা সহযোগীতা পৌঁছায়নি।

দোহাজারীতে পল্লী বিদ্যুৎ সমিতির যে সাব স্টেশন রয়েছে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তা তলিয়ে গেছে। এতে তিন উপজেলার ২ লাখ ৩০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অন্ধকারে মানবেতর জীবন যাপন করছে। একদিকে বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয় অন্যদিকে পানিতে ঘরবাড়ি ও গৃহপালিত পশু নিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছে এ অঞ্চলের মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর