অনলাইন ডেস্ক
যশোর-মাগুরা মহাসড়কে দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ মোট ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার লেবুতলা নামক স্থানে ইজিবাইককে ধাক্কা দেয় একটি বাস।
এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ৮ আরোহী নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
ইজিবাইকের যাত্রী বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামে একই পরিবারের ফাহিমা খাতুন (৬০), খাদিজা (৬), তার দুই জমজ সহোদর হাসান (২) ও হোসেন (২), ওই পরিবারে অজ্ঞাত আরও একজন। এ ছাড়া যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৭) ও একই গ্রামের আনোয়ারা (৭০)।
আহত দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের খবর নিশ্চিত হতে পেরেছি। ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে।
Leave a Reply