আইআইইউসি’র মিডিয়া প্রেস পাবলিকেশন এন্ড এডভারটাইজম্যান্ট কমিটির ৭ম সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) মিডিয়া, প্রেস, পাবলিকেশন এন্ড এডভারটাইজম্যান্ট কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আইআইইউসির প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

আইআইইউসি’র মিডিয়া, প্রেস, পাবলিকেশন এন্ড এডভারটাইজম্যান্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, এসিএডির পরিচালক (ভারপ্রাপ্ত) সিরাজুল আরেফিন, আইএএসডব্লিউডির পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান প্রমুখ।


Related posts

চন্দনাইশে দলিলে প্রতারণা: ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন

Chatgarsangbad.net

‘টেকসই আবাসন: প্রকৌশলী ও স্থপতিদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনা

Mohammad Mustafa Kamal Nejami

মির্জাখীল দরবার শরীফের পীর নূর মিয়ার চেহলাম শরীফ অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment