আজ ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ সাতকানিয়ায় গ্রেপ্তার ৬


 

সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (০৮ এপ্রিল) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- একাধিক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত করাইয়া নগর চিববাড়ী এলাকার মৃত মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ মুজিবুর রহমান (৫৮), পরোয়ানাভুক্ত মোঃ সেলিম (৪৯), মোঃ কামাল হোসাইন, শাহ আলম (৫০), মফিজ উদ্দিন ও মোঃ আরিফুল ইসলাম ড্রাইভার। পুলিশ সূত্রে জানা যায়, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাতের নেতৃত্বে প্রতিদিন চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে শুক্রবার ও শনিবার রাতে বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গ্রেপ্তারকৃত সকল আসামিদের রোববার সকালে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর