চট্টগ্রাম

পটিয়ায় প্রতারক চক্রের ৫ সদস্য আটক


এবি রহমান, পটিয়া:

পটিয়া থানা পুলিশ কর্তৃক প্রতারক চক্রের ১ জন নারী সদস্যসহ ৪ জন প্রতারক, ২(দুই)টি পিতলের তৈরী নকল স্বর্ণের বার, একটি অনটেস্ট সিএনজি গাড়ি এবং আত্মসাৎকৃত ১ জোড়া চেইনযুক্ত কানের স্বর্ণের দুলসহ গ্রেফতার।

চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার পটিয়া সার্কেল ড. আশিক মাহমুদ বিপিএম মহোদয়ের তত্বাবধানে,  প্রিটন সরকার অফিসার ইনচার্জ পটিয়া থানা, চট্টগ্রাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মামুন ভূইয়া সঙ্গীয় অফিসার-ফোর্স সহ ইং-২১/০৫/২০২৩খ্রি. তারিখ ১৯:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ মোজাফরাবাদ কলেজ এর সামনে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামী-১। নুরুল আমিন প্রকাশ সরোয়ার (৩৭), পিতা-মৃত আব্দুল শুক্কুর, মাতা-মৃত ইসলাম খাতুন, সাং-পূর্ব ছৈয়দাবাদ (পদ্মা ডেবা), ১নং ওয়ার্ড, হাসিমপুর ইউনিয়ন, পোঃ-গাছবাড়ীয়া, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ শহীদ (৩০), পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-রিজিয়া খাতুন, সাং-পূর্ব ছৈয়দাবাদ (পদ্মা ডেবা), ২নং ওয়ার্ড, হাসিমপুর ইউনিয়ন, পোঃ-গাছবাড়ীয়া, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, ৩। শমসুল আলম (৪২), পিতা-মৃত আবুল শামা, মাতা-মৃত লালু বিবি, সাং-চোঁয়ারফাড়ী (দক্ষিণ নয়াপাড়া), ওয়ার্ড নং-০৯, সাহারবিল ইউনিয়ন, পোঃ-মগ বাজার, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৪। জনুয়ারা বেগম (২৫), স্বামী-শমসুল আলম, সাং-চোঁয়ারফাড়ী (দক্ষিণ নয়াপাড়া), ওয়ার্ড নং-০৯, সাহারবিল ইউনিয়ন, পোঃ-মগ বাজার, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারদের গ্রেফতার করে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীগন নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে (ক) ০২(দুই)টি পিতলের তৈরী নকল স্বর্ণের বার, যাহার সর্বমোট ওজন -০৪(চার) ভরি, পাঁচ আনা, (খ) একটি অনটেস্ট সিএনজি যাহার ইঞ্জিন নং- অস্পষ্ট, চ্যাসিস নং-অস্পষ্ট, (গ) আত্মসাৎকৃত ০১ জোড়া চেইনযুক্ত কানের স্বর্ণের দুল, যার ওজন- ০৫ আনা, মূল্য অনুমান ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ এসআই(নিঃ) মোঃ মামুন ভূইয়া করেন।

আসামীদের কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পটিয়া থানা এলাকা হইতে জনৈক এক মহিলাকে পিতলের তৈরী নকল স্বর্ণের বার দেখিয়ে তাহার নিকট হইতে উক্ত উদ্ধারকৃত ০১ জোড়া চেইন যুক্ত কানের স্বর্ণের দুল প্রতারণামূলক ভাবে আত্মসাৎ করেছে মর্মে স্বীকার করে।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীরা স্বীকার করে যে, পটিয়া ও আশপাশ থানা এলাকায় দীর্ঘদিন যাবত পিতলের তৈরী নকল স্বর্ণের বার দেখিয়ে নিরীহ জনগনকে প্রতারনার ফাঁদে ফেলে লোভের বশীভুত করে নগদ টাকা ও প্রকৃত স্বর্ণালংকার আত্মসাৎ করে আসছিল মর্মে জানা যায়।

এ ঘটনায় এসআই(নিঃ) মোঃ মামুন ভূইয়া বাদী হয়ে এজাহার দাখিল করলে পটিয়া থানার মামলা নং-৩৭, তাং-২২/৫/২৩, ধারা-৪০৬/৪২০/৪১১, পেনাল কোড রুজু করত: আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।


Related posts

রেলের রাজস্ব আয় বৃদ্ধি থাকার পরও দোহাজারী রুটের ট্রেন বন্ধ

Chatgarsangbad.net

অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু

Shahidul Islam

চন্দনাইশে হাশিমপুর মোজাহেরপাড়া যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment