মো. শোয়াইব, হাটহাজারীঃ উপজেলার সামাজিক মানবিক সংগঠন মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি চৌধুরী মোহাম্মদ জামানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবতা কল্যাণে আমরা ও মানবতা কল্যাণে ব্লাড ডোনার্স এর উপদেষ্টা এহসান উল্লাহ জাহেদী। উদ্বোধক ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।
প্রধান বক্তা ছিলেন জোবরা পি পি স্কুল এন্ড কলেজের সভাপতি মো. হাসান, সংবর্ধিত অতিথি ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদিন, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শওকত হোসেন পিপিএম, বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা পরিতোষ শীল, গাজী মোহাম্মদ মঈন উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়সাল, মো. ওয়াহিদুল আলম, সৈয়দা শাহিদা সুলতানা, মো. শাহ আলম, মো. বেলাল, বিবি ফাতেমা নার্গিস।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্যে ছিল শিক্ষা সামগ্রী বিতরণ, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বৃক্ষ বিতরণ, কার্যকারী সদস্যদের অভিভাবককে সংবর্ধনা, এক বেলা খাবার বিতরণ, মাদ্রাসা ও স্কুল ভিত্তিক ইসলামিক কুইজ প্রতিযোগিতা।
Leave a Reply