প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ
মির্জাখীল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মির্জাখীল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। গত ১৫ আগস্ট মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাটগাঁর সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন,'১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে কিছু পথভ্রষ্ট সেনা অফিসার বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করেন।আজ আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেব বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।' তিনি আরো বলেন,বঙ্গবন্ধু না হলে এদেশ স্বাধীন হতো না।তাই এদেশের মানুষ বঙ্গবন্ধুকে কখনো ভুলবে না।উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের প্রত্যেককে কমপক্ষে তিনটি করে গাছের চারা লাগানোর অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ এনামুল হক,মামুন উর রশিদ, রশিদ আহমদ প্রমূখ। সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক, হাছান আহমদ।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.