অনলাইন ডেস্কঃ চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে আজ। রবিবার (১২ নভেম্বর) সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছেন পুলিশ।
সরজমিনে দেখা গেছে, সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষের ভিড় রয়েছে। স্কুল কলেজ বন্ধ থাকায় সড়কে যানবাহনের চাপ কিছুটা কম। বাস, মিনিবাস, লেগুনা, সিএনজির পাশাপাশি চলাচল করতে দেখা গেছে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও স্টাফ বাস। এছাড়াও জরুরি খাদ্য পরিবহন, ওষুধ সরবরাহসহ জরুরি পরিষেবায় নিয়োজিত বিভিন্ন গাড়িকে সামনে ব্যানার লাগিয়ে চলাচল করতে দেখা গেছে।
আরও পড়ুন অবরোধ: নাশকতা ঠেকাতে মহাসড়কে বিজিবি মোতায়েন
বেসরকারি চাকরিজীবী ছাদেকুর রহমান বলেন, অবরোধে তেমন একটা প্রভাব নেই। রাস্তাঘাট স্বাভাবিক, শুধু চাপটা একটু কম। তবে সারাক্ষণ আতঙ্ক কাজ করে, কখন কোথায় কি হয়।
গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকেই অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি। কয়েক দফার অবরোধ চলাকালে ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের শত শত নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তথ্যসূত্র: সিভয়েস২৪
Leave a Reply