Hom Sliderবাংলাদেশ

চন্দনাইশে সমাজসেবা অধিদপ্তরের সহায়তা পেলো ৪৭ রোগী


চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, প্যারালাইজড, হৃদরোগ এবং থ্যালাসেমিয়াসহ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৪৭ জন রোগীকে ২৩ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

শনিবার (১৯ আগস্ট) চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিনিধির পাঠানো বিবৃতি থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) উপজেলা সম্মেলন কক্ষে প্রত্যেক রোগীর হাতে সরকারি অনুদানের ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা
কর্মকর্তা রাসেল চৌধুরী‍‍র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী জিমরান
মোহাম্মদ সায়েক, চন্দনাইশ পৌরসভার মেয়র আলহাজ্ব মাহবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরো, মাঠ কর্মকর্তা শফিউল আজিম প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।


Related posts

লামা-আলীকদম-চকরিয়া সড়কে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

Chatgarsangbad.net

চবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা

Chatgarsangbad.net

ডলুর তীব্র স্রোতে ভেঙ্গেছে আধুনগর-গারাঙ্গিয়া সড়ক

Chatgarsangbad.net

Leave a Comment