আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে চলছে ৪৫৮ তম কাব স্কাউট লিডার অ্যাডভান্স কোর্স


 

বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ বিভাগ পরিচালিত বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চল কর্তৃক আয়োজিত চট্টগ্রাম আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র দৌলতপুরে ২২ থেকে ২৭শে ফেব্রুয়ারি ছয় দিন ব্যাপী ৪৫৮ তম কাব স্কাউট লিডার এডভান্সড কোর্স শুরু হয়েছে।

কোর্স লিডার হিসেবে উপস্থিত রয়েছেন স্কাউটার পার্থ প্রতিম দাশ, এল টি। প্রশিক্ষক হিসেবে আছেন, বাংলাদেশ স্কাউটস এর জেলা কমিশনার স্কাউটার মোঃ আকতার হোসেন এল টি, স্কাউটার নির্মল চাকমা এ এলটি, স্কাউটার রুপাঞ্জলি ধর এ এল টি, স্কাউটার মোছাম্মৎ হালেমা বেগম এএলটি, স্কাউটার মোঃ রহমত উল্ল্যা, সিএএলটি, স্কাউটার এনামুল হক সি এ এল টি, স্কাউটার পংকজ কুসুম বড়ুয়া উডবাজার, স্কাউটর মোছাম্মৎ খাদিজা বেগম সিএএলটি, স্কাউটের সৈয়দ আহমদ মোস্তাফিজুর রহমান সি এ এল টি।

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ৪২ জন প্রশিক্ষণার্থী এতে প্রশিক্ষণ নিচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর