আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় করোনা ভাইরাসে একজন আক্রান্ত


ফারুকুর রহমান বিনজু, পটিয়া: দেশে হঠাৎ করে ২য় দফা করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে লোকজন অক্রান্ত হলে সবার মধ্যে এক ধরনের আতংক ছড়িয়ে পরে।

গতকাল ১ জন মারা যাওয়াই মানুষের মধ্যে কিছুটা উদ্যোগ বাড়লেও বিশেষজ্ঞরা বলেন সংক্রমণ বৃদ্ধি পেলেও আতংকিত হবার কিছু নেই, যদি আমরা সকলেই একটু সচেতন থাকি। সংক্রামক আস্তে আস্তে বৃদ্ধি পেলেও এখনো উপজেলা পর্যায়ে করোনা পরিক্ষার কার্যক্রম চালু হয়নি। ফলে চট্টগ্রাম জেলার সকলকে জেলা সিভিল সার্জন কার্য্যলয় ও মহানগরীর ৪টি ল্যাবে করোনা টেস্টের জন্য ভীড় করতে থাকে।

গত ১৫জুন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মিনু আক্তার (৪২) নামে এক রোগী চিকিৎসা সেবা নিতে গিয়ে করোনা টেস্টে তার শরীরে কোভিট-১৯ সংক্রমণ শনাক্ত হয়। সে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চট্টগ্রামের ৪টি ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ৮ জন চট্টগ্রাম মহানগরীর। বাকি ১জন পটিয়া উপজেলার। তিনিই পটিয়া উপজেলার প্রথম সনাক্ত হওয়া রোগী। সংক্রমন প্রতিরোধে জনসাধারণের করনীয়তে স্বাস্থ্য অধিদপ্তর হতে ১১টি নির্দেশনা দেয়া হয়ছে। জরুরি প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে অথবা আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩)অথবা স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩) নম্বরে যোগাযোগ করতে বলা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর