আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম উত্তর জেলার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন অতিথিবৃন্দ।

চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল—এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ২৮ ফেব্রুয়ারি নাসিমনভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক মো. শফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আবদুল ওহাব কবির চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, রাউজান উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের, রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন চৌধুরী মানিক, রাউজান উপজেলা যুবদলের সদস্য সচিব এম শাহজাহান শাহীল, মৎস্যজীবী দল সীতাকুণ্ড উপজেলার আহবায়ক মো. ইলিয়াস হোসেন, রাঙ্গুনিয়া উপজেলার আহবায়ক মো. মঞ্জুরুল ইসলাম, সন্দ্বীপ উপজেলার সভাপতি বাবুল মোল্লা, ফটিকছড়ি উপজেলার আহবায়ক জহির উদ্দিন বাবর, হাটহাজারী উপজেলার সৈয়দ ইমাম হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম, সীতাকুন্ড উপজেলার সদস্য সচিব মাহবুব আলম, রাঙ্গুনিয়া উপজেলার সদস্য সচিব মো. সেলিম উদ্দিন, হাটহাজারী উপজেলার সদস্য সচিব মোজাহের হোসেন প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম ৪৪ বছর আগে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল প্রতিষ্ঠা করেছিলেন। যা তাঁর বহুমাত্রিক অর্থনেতিক উৎপাদনমুখী রাজনীতির বহিঃ প্রকাশ। এ সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দকে শহীদ জিয়ার গণমুখী রাজনৈতিক ও দেশপ্রেমের বর্ণাঢ্য জীবনী চর্চার মাধ্যমে দেশ গড়ার পরম ব্রতে অংশীজন হওয়ার উদাত্ত আহবান জানান নেতৃবৃন্দ। অতিথিবৃন্দ কেক কেটে মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মাওলানা জাহাঙ্গীর আলম হেলালী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর