মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদর এলাকায় অভিযান চালিয়ে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক জানান, নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় দোহাজারী পৌরসভা সদর এলাকার হাজারী টাওয়ারের হক স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
তিনি আরো বলেন, বাংলাদেশ ২০০২ সালে পলিথিন ও প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে। পলিথিন ব্যাগ উৎপাদন, বিক্রয় এবং সংরক্ষণ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (২০১০ সালে সংশোধিত) এর ধারা ৬(ক) এর লঙ্ঘন। ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক উর্মি সরকার, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী পুলিশ উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রিগ্যান শীল প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহায়তা দেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
Leave a Reply