Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

হালদায় অভিযান, ৪টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ


হালদা নদীতে অভিযান চালিয়ে ৪টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ সোমবার (৭ নভেম্বর) সকালে হালদা নদীর উত্তর মাদার্শা ও রাউজান অংশের খলিফাঘোনা থেকে ৪টি বালুবাহী ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

জানা গেছে, জব্দ করা নৌকা থেকে ইঞ্জিন খুলে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়েছে। ইঞ্জিনবিহীন নৌকাগুলো সংশ্লিষ্ট মালিককে ভবিষ্যতে ইঞ্জিন ব্যবহার না করার শর্তে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযানে উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহেদুল আলম শাহেদ, দফাদার মো. মুসা, গ্রামপুলিশ আদিল সহযোগিতা করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, গতকাল রাতে গোপন তথ্য পেয়ে উত্তর মাদার্শা এলাকায় অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। সকাল ৮টায় নৌকাগুলো আটক করা হয়। হালদা নদীতে মা-মাছ, ডলফিন ও জীববৈচিত্র‍্য রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন হাটহাজারীর কঠোর তদারকি অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Related posts

চট্টগ্রামে ১৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

Chatgarsangbad.net

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন পাচ্ছে ২০ কোটি টাকা

Chatgarsangbad.net

মনে হয় একটা শেষ খেলা হবে, দ্বন্দ্ব এখন অনিবার্য : মঞ্জু

Saddam Hossain

Leave a Comment