আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে ৭ হাজার পিচ ইয়াবাসহ আটক ৪


বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দােহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শাে-রুমের সামনে ৭ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়।
গত ১৩ আগস্ট ভােরে গােপন সংবাদের ভিত্তিতে দােহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শাে-রুমের সামনে চেক পােস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন পুলিশ। এ সময় চট্টগ্রাম অভিমুখী নােহা (ঢাকা মেট্টাে-চ-৫৩-৫৩৫৪) গাড়ীতে অভিযান চালিয়ে সীটের নিচে অভিনব কায়দায় রাখা অবস্থায় ৭ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার সদরের জিলংঝার মাে. ইলিয়াছের ছেলে মাে. মেহেদী হাসান (২৪), মহেষখালীর নােনাছড়ির মৃত কবির আহম্মদের ছেলে আবু তালেব (৩২), পেকুয়ার মনু মিয়ার ছেলে আবদুর রশীদ (২৬), কক্সবাজার রামুর মাহবুবুল আলমের ছেলে নুরুল আজিম (২৮) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের গত শনিবারে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনােয়ার হােসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর