মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
সারাদেশের ন্যায় চন্দনাইশ উপজেলায় সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৬ থেকে ৫৯ মাস বয়সের ৩৯ হাজার ৩৫২ টি শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল করিম জানান, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে। ২৪২টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৯ হাজার ৩৫২ টি শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ১৫৭ টি শিশুকে নীল রঙের ও ১১ থেকে ৫৯ মাস বয়সের ৩৪ হাজার ১৯৫ টি শিশুকে লাল রঙের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে প্রতি কেন্দ্রে ৩ জন করে স্বেচ্ছাসেবক দায়িত্বে নিয়োজিত থাকবেন।
তিনি আরো বলেন, জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফল করতে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রতিটি কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। পরে বাদপড়া শিশুদেরও 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি জাতীয় এই কর্মসূচি সফল করতে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।