Hom Sliderচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

পটিয়ায় সিএনজি -ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু


ফারুকুর রহমান বিনজু, পটিয়া

পটিয়া উপজেলার চরকানাই ইউনিয়নের মিলিটারী ব্রীজের দক্ষিণে হক্কানি পেপার মিল এলাকায় চট্টগ্রাম মুখী মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশা সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে ও চালক সহ তিনজন নিহত হয়। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১২ টায়। নিহতদের মধ্যে রুমি আকতার (৩৪)। তিনি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মো:আলীর মেয়ে ও শিশু ফাহিম (৬)সে একই ইউনিয়নের গিয়াস উদ্দিনের পুত্র। নিহত সিএনজি অটোরিকশার চালক আনোয়ার হোসেন (৩৭)প্রকাশ অনলাইন ড্রাইভার বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা শেখ চৌধুরী পাড়ার সোনা মিয়ার পুত্র।

আহত ইসাককে প্রাথমিক চিকাৎসা দিয়ে চমেক হাসপাতালে পাটিয়ে দেন বোয়ালখালী স্বাষ্হ্য কমপ্লেক্স।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন,রাত ১২ টায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পটিয়া থানার একদল পুলিশ ঘটনাস্হল থেকে ১জন মহিলা ও ১জন শিশুর লাশ উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পটিয়ার ফায়ার সার্ভিস,কালারপোল পুলিশ ফাঁড়ির সদস্য ও স্হানীরা উদ্বারকাজে এগিয়ে আসেন।গাড়ি দুটি আটক করা হলেও ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছে।


Related posts

ছোট মহেশখালী ঠাকুরতলায় ৪টি বাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা

Chatgarsangbad.net

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত কার্যালয়ের দুই কূটনীতিক সদস্য আইআইইউসি পরিদর্শন

Chatgarsangbad.net

প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

Chatgarsangbad.net

Leave a Comment