ইকাবাল হোসেন, সাতকানিয়াঃ এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় সাতকানিয়াতে ক্ষতিগ্রস্থ হয়েছেন ২৬ হাজার ২৯৫ জন কৃষক। তাদের আর্থিক ক্ষতির পরিমাণ ২৮ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার টাকা। উপজেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সংস্থাটি জানায়, এবারের বন্যায় ২ হাজার ১৬৪ হেক্টর ফসলি জমি দুর্যোগের কবলে পড়ে। এসময় ১ হাজার ৭৪২ হেক্টর জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। মোট ফসলি জমির ক্ষতি হয়েছে ৬৫ দশমিক ৭৭ শতাংশ। এছাড়া আংশিক ক্ষতি হয়েছে ৪২২ হেক্টর জমির ফসল। এসময় ৬৫৩ হেক্টর আমন বীজতলা, ১ হাজার ২৮০ হেক্টর আউশ, ৩৩০ হেক্টর রোপা আমন, ২২০ হেক্টর শাক সবজি, ১২ হেক্টর পান, ১৫ হেক্টর পেঁপে বাগান, ৫ হেক্টর তরমুজ এবং ৩৪৮ হেক্টর মিশ্র ফল ও মসলার আবাদ ক্ষতিগ্রস্থ হয়েছে।
এছাড়া বিভিন্ন ডিলারদের কাছে মজুদ থাকা বিভিন্ন জাতের ৪৭০ মেট্রিক টন সার নষ্ট হয়েছে।
আমিলাইষ ইউনিয়নের কৃষক সজল দে বলেন, ‘আমার আউশ ধানের ১ কানির (২০গন্ডা) ক্ষেত, আড়াইকানি জমিতে লাগানোর বীজধান সবই নষ্ট হয়ে গেছে। পেঁপে ক্ষেত নষ্ট হয়েছে ২ গন্ডা জমির। সব মিলিয়ে অন্তত ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন ভবিষ্যতে কীভাবে আবার দাঁড়াব। যদি সরকারি সহায়তা পেতাম তাহলে অনেক উপকার হতো।’
এ প্রসঙ্গে আলাপকালে উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান চাটগাঁর সংবাদকে বলেন, এবারের বন্যায় সাতকানিয়ার কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। যথাসাধ্য চেষ্টা করে ক্ষতির তালিকাটিও তৈরি করে ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠিয়েছি। ক্ষতিগ্রস্থদের সহায়তা পাইয়ে দেয়ার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।’
Leave a Reply