আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফটিকছড়ি ফরহাদাবাদে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১


ফটিকছড়ি প্রতিনিধি 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ২:৪০ মিনিটের দিকে উপজেলার নতুন রাস্তার মাথা এলাকায় পাথর বুঝায় ২ টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন চালক আলমগীর (২৮) ও সহকারী রুবেল (২৬) ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। নিহত ২ জনের বাড়ী ভূজপুর থানার জিলতলা এলাকায় বলে নিশ্চিত করেছেন হাটহাজারী-ফটিকছড়ি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ আদিল মাহমুদ। অপর গাড়ির একজন গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, রাত ২ টার দিকে চট্টগ্রাম শহর থেকে খাগড়াছড়ি মুখি একটি ড্রাম ট্রাক পাথর বুঝায় করে যাচ্ছিলেন এবং অপর দিক থেকে অতি দ্রুত গতিতে আরেকটি ড্রাম ট্রাম চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন। এমতাবস্থায় নতুন রাস্তার মাথা এলাকায় দ্রুত গতিতে ব্যাক নিতে গিয়ে চট্টগ্রামগামি ট্রাকটি খাগড়াছড়িগামি ট্রাকটিকে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালক এবং সহকারী মৃত্যু বরণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর