কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ১৮ হাজার ৬৫৫ শিক্ষার্থী


এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে (ভোকেশনাল পরীক্ষা) পাসের হার ৮৯ দশমকি ৫৫ শতাংশ। এই বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৪৮ জন। উত্তীর্ণ হন ১ লাখ ৩০ হাজার ১৬৫ জন। ছেলেদের পাসের হার ৮৮.৮৪ শতাংশ আর মেয়েদের পাসের হার ৯১.৮০ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছেন ১৮ হাজার ৬৫৫ জন। আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

শিক্ষা বোর্ডের তথ্য মতে, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএস পাঠিয়েও প্রতিবছরের মতো ফল জানতে পারবে শিক্ষার্থীরা। মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

তথ্যসূত্র: দেশ রূপান্তর


Related posts

অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বিস্কুটে সয়লাব চট্টগ্রাম!

Chatgarsangbad.net

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের আরও একটি মাইল ফলক রচিত

Chatgarsangbad.net

চাকসুর ভিপি-জিএস শিবিরের, এজিএসে সন্তুষ্ট ছাত্রদল

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment