আজ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাত ৮টার পর দোকান খোলা রেখে চন্দনাইশে জরিমানা গুনলেন ১১ ব্যবসায়ী


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধি জনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত রেখেছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত আটটার পর দোকানপাট খোলা রাখায় এগারো জন ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ আগষ্ট) রাত আটটার পর উপজেলার মহাজনঘাটা, সাতঘাটিয়া পুকুর পাড়, কালীর হাট, বাংলা বাজার, মৌলভীবাজার, কেশুয়া রাস্তার মাথা ও চন্দনাইশ সদর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধি জনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে সরকারী নির্দেশনা বাস্তবায়নের লক্ষে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চন্দনাইশ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

বিদ্যুৎ অপচয়রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর