Hom Slider

চন্দনাইশে রাত ৮টার পর দোকান খোলা রেখে জরিমানা গুনলেন ১০ দোকানি


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

রাত ৮টার পর দোকান খোলা রাখায় চন্দনাইশে ১০ দোকানদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে উপজেলার গাছবাড়িয়া, থানার মোড় ও পৌরসভা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।

অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় মোট ১০টি মামলায় ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার বলেন, “রাত ৮টার মধ্যে সব মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়। রাত ৮টার পর মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।”


Related posts

হালদায় অভিযান, ৪টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ

Chatgarsangbad.net

ইউক্রেনের গম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘ম্যাগনাম ফরচুন’

Chatgarsangbad.net

বিশেষ তহবিল গঠনের অনুমোদন দিয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন

Chatgarsangbad.net

Leave a Comment