চাটগাঁর সংবাদ ডেস্কঃ ভ্রাম্যমাণ বিদ্যুৎ আদালতের অভিযানে কর্ণফুলীতে অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে করা ৮টি মামলায় ১০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন।
উপজেলার চরপাথরঘাটার ইছানগর ও শিকলবাহার মাস্টার হাট এলাকায় ২টি বকেয়া বিল অনাদায়ে ও ৬টি অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার অপরাধে ৮টি মামলা করা হয়েছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন বলেন, ‘অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ ও দেশের সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসাইন (বিদ্যুৎ বিতরণ বিভাগ, পটিয়া)। এছাড়া সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪