আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালী কালুরঘাটে এলাকায় টেম্পো উল্টে নিহত ১, আহত ১৫ জন।


বোয়ালখালী  কালুরঘাট সেতুর পূর্ব পাশে সিএনজি টেম্পোউল্টে মোঃ মোবারক হোসেন রিপন (৩০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১৫ জনেরমত।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩.৩০ কালুরঘাট সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি টেম্পু খাদে পড়ে যায়। এ সময় সিএনজি টেম্পোতে ভিতরে থাকা যাত্রীরা আহত হন।

নিহত মোঃ মোবারক হোসেন রিপন মাদারীপুর জেলার শিবচর থানার মাতব্বর ইউনিয়নের বাসিন্দা। সে নগরীর মুরাদপুর এলাকায় ভাড়াবাসায় থেকে সিলভারের জিনিসপত্র ফেরি করতেন বলে যানা যায়।

টোলসেতুর কর্মচারী মোহাম্মদ আজিজ জানান টোল বক্সের সামনে দ্রুতগতির সিএনজি টেম্পোটি টোল কর্মচারী নিতাইকে ধাক্কা দিয়ে উল্টে শৌচাগারের পাশে খাদে পড়ে যায়। সিএনজি টেম্পোতে চালকসহ ১৫ জন যাত্রী ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রিপন চালকের পাশের আসনে বসেছিলেন। আহত টোল কর্মচারী নিতাইয়ের বাড়ি বোয়ালখালী পৌরসভার কধুরখীল পাঠানপাড়ায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মিজানুর রহমান জানান, সিএনজি টেম্পু যাত্রী নূর বেগম (৫৫) ও জাহাঙ্গীর আলম (৭০) নামের দুইজনকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, সিএনজি টেম্পু দূর্ঘটনায় আহত রিপন নামের এক ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর