আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোলাইমদ সহ ০২ জন গ্রেফতার


দিদারুল আলম (দিদার)

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় রিয়াজউদ্দিন উকিল সড়ক জিকে স্টীল মিলের দক্ষিন পাশে নতুন আবাসিকস্থ রাজিবের বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলা থেকে ১০৪২ (এক হাজার বিয়াল্লিশ) লিটার চোলাইমদ সহ ০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ০৮/০৫/২০২৩ ইং রোজ সোমবার রাত ১১.১০ ঘটিকার সময় পুলিশ ১০৪২ (একহাজার বিয়াল্লিশ) লিটার চোলাইমদ, ৫ টি নিল রংয়ের প্লাস্টিকের কাল ঢাকনা যুক্ত ড্রাম, ২ টি সিলভার রংয়ের বড় পাতিল, ২টি প্লাস্টিকের সাদা জার, ২ টি প্লাস্টিকের কালো রংয়ের বালতি, ১ টি চোলাইমদ তৈরির কাজে বিশেষভাবে প্রস্তুতকৃত ছিদ্রযুক্ত প্লাস্টিকের পাইপ সংযুক্ত সিলভার রংয়ের পাতিল উদ্ধার ও ২ জনকে গ্রেফতার করেন পুলিশ।
আটককৃতরা হলেন ১। খ্যাইসাঅং মার্মা (৫২), পিতা-মৃত মংবা মার্মা, সাং-উজানছড়ি, ৩২৩নং চিৎমরম,ডাকঘর: শিলছড়ি-৪৫৩০,থানা-চন্দ্রঘোনা,জেলা-রাঙ্গামাটি।বর্তমানে-মৌলভী পুকুর পাড়, রিয়াজউদ্দিন উকিল সড়ক,জিকে স্টীল মিলের দক্ষিন পাশে,নতুন আবাসিকস্থ,রাজিবের বিল্ডিং, ৬ষ্ঠ তলা থানা-চান্দগাঁও,জেলা-চট্টগ্রাম।
২। সুজিত চাকমা মাঝি (৪৭),পিতা-মৃত অংমেরাচা,সাং-রোয়াংছড়ি বাজার, পোষ্ট:রোয়াংছড়ি,থানা-রোয়াংছড়ি,জেলা-বান্দরবান।
বর্তমানে-মৌলভী পুকুর পাড়,রিয়াজউদ্দিন উকিল সড়ক,জিকে স্টীল মিলের দক্ষিন পাশে,নতুন আবাসিকস্থ, রাজিবের বিল্ডিং,৬ষ্ঠ তলা,থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।
চান্দগাঁও থানার ওসি মোঃ খাইরুল ইসলাম জানান,রাজিবের বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলা থেকে ১০৪২ (একহাজার বিয়াল্লিশ) লিটার চোলাইমদ ও ২ জনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর