৪৪তম বিসিএসের বাতিল হওয়া মৌখিক পরীক্ষা শুরু ২২ ডিসেম্বর


অনলাইন ডেস্ক

৪৪তম বিসিএসের বাতিল হওয়া মৌখিক পরীক্ষা আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। যুক্তিসঙ্গত কারণে সময়সূচিতে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলে এতে উল্লেখ করা হয়েছে।

গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের কারণে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করেছিল পিএসসি। সেই পর্যন্ত যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, তা বাতিল করে তারা। গত ১৮ নভেম্বর পিএসসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে নতুন সময়সূচি করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।


Related posts

৩ দাবি বহাল রেখে চবি ছাত্রলীগের অবরোধ স্থগিত

Chatgarsangbad.net

জেনে নিন আগামীকাল চট্টগ্রামের কোথায় কখন লোডশেডিং

Chatgarsangbad.net

হামজারবাগে মাইজভাণ্ডারী খানকাহ শরিফে ফাতেহায়ে ইয়াজদাহুম পালিত

Chatgarsangbad.net

Leave a Comment