টপ নিউজবাংলাদেশসব খবর

৩ ঘন্টায় ৩০ বার হত্যার হুমকি দিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি

গত ৩ ঘন্টায় আমার নাম্বারে লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশী নাম্বার থেকে কল ও টেক্সট করে হত্যার হুমকি দিয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে ওসমান হাদি লিখেন, ‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।’

তিনি বলেন, ‘১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়বো না, ইনশাআল্লাহ।’

ওসমান লিখেন, ‘এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারও আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশ ওয়ালার কাছে আমি হাসিমুখে শহীদি মৃত্যু চাই।’

তিনি বলেন, ‘আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তায়ালার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।’

বাংলাদেশের খবর, চট্টগ্রামের খবর, চট্টগ্রাম প্রতিদিন,চাটগাঁর সংবাদ


Related posts

ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে

Chatgarsangbad.net

বেতাগী আনজুমানে রহমানিয়া মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে সহায়তার আশ্বাস জেলা পরিষদ চেয়ারম্যানের

Chatgarsangbad.net

ষড়যন্ত্র মোকাবিলা ও জাতীয় ঐক্য সৃষ্টিতে করণীয়

Chatgarsangbad.net

Leave a Comment