নাজিম উদ্দীন,ফটিকছড়ি প্রতিনিধি।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা”র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গন সমাবেশে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিম উল্লাহ বাহার বলেছেন,জনগণের অধিকার পুনরুদ্ধার এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি আমাদের নতুন বাংলাদেশের রূপরেখা বাস্তবায়িত হলে জনগণই হবে রাষ্ট্রের মালিক, আর বাংলাদেশ হবে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র। বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট কাটিয়ে একটি ন্যায়ভিত্তিক,স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে এই রূপরেখা নতুন আশার প্রতীক। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয় তাই ঘরে ঘরে বিএনপি’র ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। ফটিকছড়িতে বিএনপি’র কার্যক্রমে নতুন গতি এসেছে। রাষ্ট্র মেরামতের এই রূপরেখা দেশের রাজনীতিতে নতুন দিকনির্দেশনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি করবে। কর্মসূচিটিকে সফল করতে, সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মতামত শোনেন। জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
গত কাল শনিবার ১৮ অক্টোবর সন্ধ্যায় ফটিকছড়ি আমান বাজার পৌরসভা বিএনপির ৫ নং ওয়ার্ডের উদ্যোগে গন সমাবেশেপ্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য মো.এমরানের সভাপতিত্বে পৌরসভা বিএনপির সদস্য মাওলানা নুরুল আলমের ও জহির উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী,ফটিকছড়ি উপজেলার বিএনপির সদস্য সওকত উল্লাহ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সরোয়ার মুফিজ।
এই সময় উপস্থিত ছিলেন,নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়া চৌধুরী,ইদ্রিস মিয়া ইলিয়াস, সরোয়ার হোসেন মেম্বার, দিদার চৌধুরী, লেয়াকত আলী চৌধুরী, মোঃ হাছান, নুরুল আলম মেম্বার, তাসলিমা আক্তার মনি, জামাল উদ্দিন, নুরুল আবছার চৌধুরী, নাজিম উদ্দীন, নাছির উদ্দিন, নাছির সিকদার, শেখ মাহাফুজ,ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না,একরাম চৌধুরী তানভীর চৌধুরী সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply