১৭ বছর বঞ্চিত শিক্ষকদের সকল যৌক্তিক দাবি মানতে হবে:পরিচিত সভা বক্তরা


সাদ্দাম হোসেন: বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা নবনির্বাচিত কমিটির প্রথম পরিচিত সভা ও ৭ই অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিতব্য” বিশ্ব শিক্ষক দিবস ও শিক্ষক মহা সমাবেশ” সফল করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর ) সকাল ১০টায় অক্সিজেন হোটেল জামানে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য মো.হোসাইনুল ইসলাম মাতব্বর, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. নুরুল আলম রাজু, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন “বাকশিস”এর সহ-সভাপতি অধ্যাপক আবু জাফর সিদ্দিকী।

বাশিস চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোবারক আলী সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি উত্তর জেলার সভাপতি তৌহিদুল ইসলাম টিপু।

আলোচনা সভায় সাধারণ শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা কেন্দ্রীয় নেতাদের কাছে শিক্ষকদের নানা সমস্যা ও দাবি দাওয়া তুলে ধরেন। শিক্ষক নেতৃবৃন্দরা বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে ততবারই শিক্ষকদের অধিকার আদায় হয়েছে।

আগামীর বিএনপি সরকার শিক্ষকদের সকল সুবিধা নিশ্চিত করবে। শিক্ষকরা হচ্ছে জাতি তৈরির কারিগর। তাই এই কারিগরদের বড় একটি অংশকে ১৭ বছর বঞ্চিত ছিলো। তাই আগামীদিনে শিক্ষকদের সকল যৌক্তিক দাবি মানতে হবে।নির্বাচনে শিক্ষক সমাজের ভূমিকা রয়েছে। আগামীতে শিক্ষকদের সৎ ও নিরপেক্ষভাবে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করতে হবে। অতীতে বিতর্কিত নির্বাচনে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি। বরং আওয়ামী লীগ শিক্ষকদের দায়িত্ব দিয়ে তাঁদের বিতর্কিত করেছে।

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চট্টগ্রাম উত্তর জেলা নবনির্বাচিত কমিটির সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


Related posts

ইয়াবা পাচারের দায়ে কক্সবাজারে ৪ জনের মৃত্যুদণ্ড

Chatgarsangbad.net

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

Chatgarsangbad.net

মেধাবী শিক্ষার্থীদের হাতে আগামীর বাংলাদেশ: চন্দনাইশের ইউএনও রাজিব হোসেন

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment