হুমাম কাদের চৌধুরীর সমাবেশস্থল পরিদর্শন করলেন বিএনপি নেতারা


রাঙ্গুনিয়া প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রচারে আগামীকাল ১ ফেব্রুয়ারি উত্তর রাঙ্গুনিয়া কলেজ মাঠে বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীর বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সমাবেশস্থল পরিদর্শন করেছেন।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটনোর জন্য নেতারা মঞ্চ প্রস্তুতের বিভিন্ন কাজ ঘুরে দেখেন। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন চৌধুরী এবং উত্তর জেলা যুবদলের সি. সহ-সভাপতি ইউসুফ চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সি. সহ-সভাপতি আনছুর উদ্দিনের নেতৃত্বে মাঠ পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

মাঠ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রচারে উত্তর রাঙ্গুনিয়ায় আয়োজিত আগামীকালের বিশাল সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিপুল জনসমাগম ঘটনোর জন্য নেতা কর্মীদের তাগিদ দেন।

এ সময় উপস্থিত ছিলেন হাজী ইলিয়াস শিকদার, দিদারুল আলম জসিম, কে কে জসিম উদ্দিন চৌধুরী, মো. আবদুল গফুর খান, নাসির উদ্দীন নসু, দিদারুল আলম, ফারুকুল ইসলাম, আবুল হোসেন, আবু বক্কর, তোহা ও পারভেজসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


Related posts

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে ঘরে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

Mohammad Mustafa Kamal Nejami

৫’শ কম্বল দিলো রেড ক্রিসেন্ট

Chatgarsangbad.net

৫৩ বছরেও স্বীকৃতি মেলেনি পটিয়ার মুক্তিযোদ্ধা রফিক আহমেদের

Chatgarsangbad.net

Leave a Comment