হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা’র সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

হালিম লিয়াকত স্মৃতি

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া বেসরকারি শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’২০২৩ এর সনদ প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ অক্টোবর) সকাল ১০টায় শহীদ-হালিম লিয়াকত স্মৃতি সংসদ উপজেলা উত্তরের আয়োজনে মোগলের হাট তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা’র হলে পরিচালনা মুহাম্মদ জয়নাল আবেদীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী এডভোকেট ইকবাল হাসান(এম.ফিল), উদ্বোধক ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিচালনা বোর্ডে’র সাবেক ভাইস চেয়ারম্যান এইচ এম শহিদুল্লাহ, প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিচালনা বোর্ডে’র নির্বাহী পরিচালক অধ্যাপক এমরানুল ইসলাম।

উপ-পরিচালক মুহাম্মদ আব্দুর রশিদ’র সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ চট্টগ্রাম উত্তর জেলা’র সমন্বয়ক রবিউল মোস্তফা সুমন, বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা অধ্যক্ষ আজিজুল হক, অধ্যক্ষ সৈয়্যদ মুহাম্মদ গোলাম কিবরিয়া, উপদেষ্টা মাহমুদুর রশিদ মাসুদ, দিদারুল আলম, শহিদুল ইসলাম খোকন, শাহে এমরান রনি, এইচ এম তারেক হোসাইন, মাওলানা সাইদুল হক, শাহে এমরান রনি।

অনুষ্ঠানে সাবেক পরিচালকদের মধ্যে বক্তব্য দেন এম. সাইফুর রহমান, এম শহিদুল ইসলাম শহীদ, আশেকে মোস্তফা দিদার, মিজানুর রহমান মাসুদ, জামাল উদ্দিন, মাওলানা আব্দুল খালেক, উপজেলা উত্তরের উপ-পরিচালক জমির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ২০জন ও এ-গ্রেড ৪৮ জন এবং ১৬৪ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।


Related posts

উখিয়া থানার মোজাম্মেল হক ৫ম বার শ্রেষ্ঠ এ এসআই নির্বাচিত

Chatgarsangbad.net

প্রথমবার চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন যাচ্ছে আজ

Chatgarsangbad.net

আনোয়ারায় মোবাইল কোর্ট পরিচালনা: ৫টি মামলায় ১৭,৫০০ টাকা জরিমানা

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment