হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক গৃহিণীর


নিউজ ডেস্ক: চট্টগ্রাম হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পপি রানী নাথ (৪০) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে।

বুধবার (০১ অক্টোবর) সকালের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ নাথ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পপি রানী নাথ ওই এলাকার সুজিত কুমার নাথের স্ত্রী।

জানা যায়, নাথ পাড়া পূজা মন্ডপের পাশের বাড়িতে সুজিত কুমার নাথের বসতঘরে বৈদ্যুতিক তারের সাথে জানালা বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় পপি রানী নাথ। এতে গুরুতর আহত হন তিনি। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তখন অবস্থা গুরুতর হওয়ায় পপি রানীকে চিকিৎসক চমেক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে চমেক হাসপাতালের রিপোর্টের অপেক্ষায় আছি। রিপোর্ট হাতে আসলে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 


Related posts

কক্সবাজারে রিহ্যাব ও প্রশাসনের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Mohammad Mustafa Kamal Nejami

গ্রিন প্রোকিউরমেন্ট বাস্তবায়নে এসপিপি পলিসির বাস্তবায়ন প্রয়োজন

Mohammad Mustafa Kamal Nejami

কণ্ঠশিল্পী মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Chatgarsangbad.net

Leave a Comment