নিউজ ডেস্ক: হাটহাজারীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় ফয়সাল মুনতাসীর (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত ফয়সাল হাটহাজারির নাঙ্গলমোড়া ইউনিয়নের হেদায়েত আলির বাড়ির প্রবাসী মোহাম্মদ কামাল উদ্দিন পুত্র।
শুক্রবার (১৬ মে) রাত আড়াইটায় হাটহাজারী- নাজিরহাট মহাসড়কের মীরেরহাট বড়ুয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, রাতে ফয়সাল মুনতাসীর তার এক বন্ধুর আত্মীয়ের বিয়ে থেকে তার দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। মোটরসাইকেল নিয়ে এলাকার গ্রামের সড়ক থেকে মহাসড়কে উঠার সময় দ্রুতগামী একটি বালুবাহি ড্রাম ট্রাক সজোরে ধাক্কা দিলে তার মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফয়সাল মুনতাসির নিহত হন। অপর দুই বন্ধু গুরুতর আহত হন।
ফয়সাল মুনতাসিরের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।