চাটগাঁর সংবাদ ডেস্ক: স্মার্ট হেলথ ক্লাবের উদ্যেগে শনিবার (২২ নভেম্বর ) সকালে শেরশাহস্থ সাংবাদিক হাউজিং সোসাইটি অফিস প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পের উদ্বোধন করেন সাজিনাজ হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সফিকুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন স্মার্ট হেলথ ক্লাবের সভাপতি প্রিন্সিপাল মোহাম্মদ সিরাজ উদ দৌলা।
ক্যাম্পে প্রায় ৪শত রোগীকে বিনামূল্যে মেডিসিন, চর্মরোগ ও চক্ষু চিকিৎসা দেয়া হয়।
অনুষ্টানে সম্মানিত অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক চ্যানেল এনটিভির চট্টগ্রাম বু্যারো প্রধান শামসুল হক হায়দরী।
ক্যাম্পে প্রায় ৪শত রোগীকে মেডিসিন, চর্মরোগ ও চক্ষু চিকিৎসা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট হেলথ ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর একেএম ফজলুল হক, উপদেষ্টা এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, সাবেক উপদেষ্টা প্রফেসর নুরুল হুদা, ক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন বাবর মুকুল, সাবেক সাধারণ এডভোকেট আবু তাহের, সহসভাপতি অধ্যাপক মাহফুজুর রহমান, সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি সুখময় চক্রবর্তী, সাধারণ সম্পাদক নওশাদ চৌধুরী, স্মার্ট হেলথ ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিকদার, দপ্তর ও প্রচার সম্পাদক মাঈনুদ্দীন পারভেজ, অর্থ সম্পাদক মোস্তফা কামাল, সদস্য ড. মোহাম্মদ আমির হোসেন, ড. মোহাম্মদ মোজাম্মেল, ডা. মেজর অব. মনির আহমেদ, গোলাম রব্বানী , আলমগীর চৌধুরী প্রমুখ।

সাজিনাজ হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন মার্কেটিং ইনচার্জ জিয়া উদ্দিন মো. আকবর চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ অনুপ দে ।
চিকিৎসা সেবা প্রদান করেন সিনিয়র রেজিস্টার ডা. শঙ্খ গ্রীব সরকার, ডা. মোহাম্মদ ফারুক হোসাইন। তাছাড়া চোখের চিকিৎসা দেন হালিশহর বড়পোলস্থ সিটি চক্ষু হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টারের চিকিৎসকগণ।