আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বপ্নের দুবাই থেকে কফিনে ফিরছে আনোয়ারার রুবেল


আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাকিরপাড়ার তরুণ মো. নুরুল আবছার রুবেল (২৯) ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন দুবাইয়ে। পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তাঁর প্রবাসজীবন। কিন্তু সেই স্বপ্ন শেষ হলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়, যা থামিয়ে দিল এক সম্ভাবনাময় জীবনের পথচলা।

২০২৪ সালের শুরুর দিকে রুবেল দুবাই যান জীবিকার সন্ধানে। প্রাথমিকভাবে এক রেস্টুরেন্টে চাকরি নিলেও, তাঁর মেধা ও পরিশ্রমের ফলস্বরূপ সম্প্রতি একটি সম্মানজনক কোম্পানিতে নতুন চাকরি নিশ্চিত হয়। পরিবারের সদস্যদের ফোন করে আশার কথা শুনিয়েছিলেন— “এবার সত্যিই কিছু বড় হতে যাচ্ছে।”

কিন্তু ৭ জুন (বাংলাদেশ সময় রাত ১২টা), ঈদের রাতে দুবাইয়ের একটি মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় আল কাসিমি হাসপাতালে নেওয়া হয়। ছয় দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে ১৩ জুন রাত ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রুবেলের ফুফাতো ভাই আলী আজম বলেন, “রুবেল নতুন চাকরিতে অনেক আশাবাদী ছিল। পরিবারকে উন্নত জীবনের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু বিধির লেখা ছিল ভিন্ন।”

প্রতিবেশী মোহাম্মদ সবুর জানান, “রুবেল ছিল এক সংগ্রামী যুবক। গ্রাম থেকে বিদেশে গিয়েছিল মায়ের মুখে হাসি ফোটাতে। এখন তার মা অজ্ঞান হয়ে পড়েছেন শোকে।”

রুবেলের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন দ্রুত রুবেলের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন পরিবার ও এলাকাবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর