স্থানীয় সরকার জোয়ারা, কাঞ্চনাবাদ ও হাশিমপুর ইউনিয়ন পরিষদ এবং চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা পরিদর্শন


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় স্থানীয় সরকার চট্টগ্রামের উপ-পরিচালক (উপসচিব) মো. নোমান হোসেন উপজেলার জোয়ারা, কাঞ্চনাবাদ ও হাশিমপুর ইউনিয়ন পরিষদ এবং চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা পরিদর্শন পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সরকার চট্টগ্রামের উপ-পরিচালক (উপসচিব) মো. নোমান হোসেন জোয়ারা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।পরিদর্শন কালে ইউনিয়ন পরিষদের সার্বিক বিষয়ে আলোচনা করেন এবং উন্নয়ন মূলক দিক নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন, জোয়ারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহিমা বেগম, খাইরুল বশরসহ ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, চৌকিদার সেখানে উপস্থিত ছিলেন।


Related posts

মা বাবার সঙ্গে অভিমান করে দোহাজারীতে তরুণীর আত্মহত্যা

Chatgarsangbad.net

দোহাজারী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এসএম জামাল উদ্দিনের সমর্থনে উঠান বৈঠক

Chatgarsangbad.net

ফটিকছড়ির সুয়াবিলে ডাকাতি, যুবককে কুপিয়ে জখম

Chatgarsangbad.net

Leave a Comment