আজ ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

স্ত্রী-সন্তানসহ সাবেক মন্ত্রী নুরুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা


চাটগাঁর সংবাদ ডেস্ক: ইস্টার্ণ ব্যাংকের ঋণ খেলাপির মামলায় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম বিএসসিসহ তার স্ত্রী ও পাঁচ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৬ মে) চট্টগ্রামের অর্থঋণ আদালত বিচারক মো. হেলাল উদ্দীন এই আদেশ দেন।

আসামিরা হলেন, নুরুল ইসলাম বিএসসির স্ত্রী সানোয়ারা বেগম, ছেলে মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম। সাবেক মন্ত্রী তার মালিকানাধীন সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, স্ত্রী চেয়ারম্যান এবং তার পাঁচ ছেলে পরিচালক।

আদালত সূত্রে জানা যায়, নগরের আগ্রাবাদ ইস্টার্ণ ব্যাংক লিমিটেড শাখার ১৩ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকার খেলাপি ঋণের মামলা করেন। ইস্টার্ণ ব্যাংক নুরুল ইসলাম বিএসসি, স্ত্রী ও পাঁচ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ বলেন, ইস্টার্ণ ব্যাংক থেকে যে ১৩ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, তার বিপরীতে ব্যাংকে কোনো সম্পত্তি বন্ধক নেই। সাবেক মন্ত্রী নুরুল ইসলাম, তার স্ত্রী ও পাঁচ ছেলেদের ব্যক্তিগত নিশ্চয়তা ও ট্রাস্ট রিসিটের ভিত্তিতে এই ঋণ মঞ্জুর করেছিল ব্যাংক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক মন্ত্রী, তার স্ত্রী ও পাঁচ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। তাঁরা যাতে দেশ ছেড়ে যেতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার বিশেষ পুলিশ সুপার (অভিবাসন) নির্দেশ দিয়েছেন আদালত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর