আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সৌদি আরবে মাথায় গ্লাস পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু


নিউজ ডেস্ক: সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দুর্ঘটনায় মারা গেছেন মোহাম্মদ ওমর ফারুক (২৬) নামে এক যুবক। সে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাঙ্গরকুল কুইল্ল‍্য বলির পাড়ার আব্দুস সালাম হাজির বাড়ির মোহাম্মদ ইউছুফের ছেলে।

সোমবার (২৫ আগস্ট) সৌদি আরব সময় আনুমানিক ৩ টার সময় দাম্মাম শহরে এ ঘটনা ঘটেছে।

নিহত সৌদি প্রবাসী ওমরের নিকটাত্মীয় মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ শাহাদত হোসেন জানান, গত এক বছর আগে ওমর সৌদি আরব যান। সোমবার রাতে বাড়িতে খবর আসল ওমর নিজ কর্মস্থলে কাজ করার সময় অসাবধানতাবশত কাঁচ তার মাথার উপর পড়ে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যু শোকে আমরা খুবই ভারাক্রান্ত। পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে তার মরদেহ কি করা হবে তা জানানো হবে।

উপজলার ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি আরবে নিজ কর্মস্থলে দুর্ঘটনায় এলাকার ছেলে মোহাম্মদ ওমর ফারুকের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই দু:খজনক। তার মরদেহ দেশে আনার জন্য চেষ্টা চলছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর