সোশ্যাল মিডিয়ায় মাহাথির মোহাম্মদকে নিয়ে মৃত্যুর গুজব


আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে নিয়ে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই হাসপাতালে ভর্তি সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যু হয়েছে বলে পোস্ট দিয়েছেন। তবে স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মাহাথির সুস্থ আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন মাহাথির। তার মেয়ে মেরিনা মাহাথির রোববার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

মানুষকে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে মেরিনা বলেন, সূত্র যাচাই না করে বাবার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজব ছড়াবেন না। মাহাথির মোহাম্মদের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এবং তার পরিবার বিবৃতি দেবে।

তবে মঙ্গলবার (২৫ জানুয়ারি) হাসপাতাল থেকে মাহাথিরের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ কারণে ৯৬ বছর বয়সী বর্ষীয়ান এই রাজনীতিবিদ মারা গেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে দেশটিতে।

 


Related posts

কাউন্সিলর জিয়াউল হক সুমন’র ম্যাটারনিটি হাসপাতালের সংস্কার কাজের পরিদর্শন

Chatgarsangbad.net

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দুর্ভোগ সাইড সোল্ডার, বাড়ছে দুর্ঘটনা!

Mohammad Mustafa Kamal Nejami

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ: জি এম কাদের

Chatgarsangbad.net

Leave a Comment