সোনাকানিয়ায় স্বতন্ত্র প্রার্থী সেলিম উদ্দীন চৌধুরী’র উপর হামলা


সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দীন চৌধুরী’র উপর হামলা ও ইউনিয়নের ৬,৭,৮,৯ নম্বর কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দিয়ে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ উঠেছে।

১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরী জানান, ৬ নম্বর কেন্দ্রে নৌকার প্রার্থী জসিম উদ্দিনের উপস্থিতিতে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাদের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসর মোহাম্মদ ইফরাদ বিন মনির। তিনি বলেন, এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।


Related posts

বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য ২০ কোটি ডলার ঋণ দিলো এডিবি

Chatgarsangbad.net

চকরিয়ায় পরোয়ানাভূক্ত ৬ আসামী গ্রেফতার

Chatgarsangbad.net

ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মাষ্টার ছব্বির আহমদ চির নিদ্রায় শায়িত

Chatgarsangbad.net

Leave a Comment