সৃজনশীল নেতৃত্বই আলোকিত সমাজ গড়তে পারে : জেলা গভর্নর


সৃজনশীল নেতৃত্বই আলোকিত সমাজ গড়তে পারে : জেলা গভর্নরআন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা- ৩ এপেক্স ক্লাব অব কাপ্তাই এর বার্ষিক পালাবদল ও ক্লাব স্কুলিং ৩১ মে (শনিবার) রাঙ্গামাটি কাপ্তাই লেকের চাং পাং রেস্টুরেন্টে কমিটির চেয়ারম্যান এপে. গোপাল তঞ্চঙ্গা এর সভাপতিত্বে ও ডিস্ট্রিক্ট -৩ এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের এনআইআরডি এপে. সুপংকর বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের পিএনএসডি, এপে.এস.কে দত্ত অনুপ, উপস্থিত ছিলেন এপে বুদ্ধ-প্রসাদ, এপে আশিষ কুমার, এপে সুজন বড়ুয়া, এপে মিন্টু বড়ুয়া, এপে রমেশ চাকমা, এপে জেরিন চাকমা, এপে ঝন্টু কুমার বড়ুয়া, এপে মোহাম্মদ জসিম উদ্দিন, এপে তৈয়ব রশিদ, এপে আনিসুল ইসলাম, ক্লাব সভাপতি এপে রঞ্জিত বড়ুয়া মাস্টার প্রমুখ।

নতুন ক্লাব বোর্ড আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে পরে স্কুলিং এর পুরস্কার বিতরণ করা হয় এবং নতুন বোর্ড কে সংবর্ধনা প্রদান করা হয়। ক্লাব স্কুলিং এ জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান বলেন, মানুষের জীবনমান-দৃষ্টিভঙ্গি পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন, রোগ বালাই দমন ও চিকিৎসাসেবা, শিক্ষার প্রসার ও নিরক্ষরতা দূরীকরণ, মাতৃ-প্রসূতি ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ দৃষ্টি, জলবায়ু ও পরিবেশ সুরক্ষার মাধ্যমে সুপেয় পানীয় জলের নিশ্চিতকরণ, মানুষের অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সমাজের সার্বিক প্রগতির লক্ষ্যে ‘এপেক্স ’ আলোর দিশারী হিসেবে ১৯৩১ সাল থেকে ঐকান্তিকভাবে বিশ্বব্যাপি ঐতিহাসিক স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করে আসছে এবং বাংলাদেশে ১৯৬১ সাল থেকে প্রায় ৫ হাজার স্বেচ্ছাসেবী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।


Related posts

দেশপ্রিয় ব্যারিস্টার যতীন্দ্র মোহন সেনগুপ্ত’র ১৪০তম জন্মবার্ষিকী

Chatgarsangbad.net

সাতকানিয়ায় তাবিজের রেশম গলায় আটকে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা

Shahidul Islam

দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও ভোট চাইলেন এসএম জামাল উদ্দিন

Chatgarsangbad.net

Leave a Comment