আরফাত হোসেন: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা ও পৌরসভা শাখা, এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা চন্দনাইশ পৌরসভা শাখার অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেছেন সুফীবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ কারীরা ইসলামের প্রকৃত দাবীদার হতে পারেনা। বাংলাদেশ সহ উপমহাদেশের প্রত্যন্ত এলাকার ইসলাম প্রচার করেছেন সুফি দরবেশ ও আউলিয়ায়ে কেরামরা। দু:খজনক হলেও সত্য যে আজকে তথাকথিত একদল ইসলামের নাম দিয়ে আওলিয়ায়ে কেরামদের অবদানকে অস্বীকার করছে।
এমন প্রেক্ষাপটে সুফিবাদী সুন্নি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম খান আলকাদেরী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন। মাওলানা আবুল কাশেম আনসারীর সভাপতিত্বে এবং মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার সম্পাদক জাবেদ আহমদ খান জাকি অন্যান্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়েজ উল্লাহ খতিবি, সহ সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, পৌরসভা শাখার সভাপতি মাওলানা আবু তালেব, উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ, যুবসেনার সভাপতি এহসানুল হক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সরওয়ার উদ্দিন, এম এ মতিন, আলী আক্কাস, নুরুল আমিন, কাজী নুরুল আনোয়ার, মাহবুবুর রহমান, মুহাম্মদ আলী, আবদুল আউয়াল, আবদুল আজিজ, মাওলানা সানাউল্লাহ শিবলী, মাওলানা সিবগাতুল্লাহ, আবু তাহের, মাওলানা নুরুল আলম, আবদুল মাজিদ, ওয়াহিদুল আলম মুহাম্মদ আরিফুল ইসলাম রিমন, মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ মুফিজুর রহমান, মুহাম্মদ রাশেদুল আলম, মুহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ জামাল উদ্দিন, সদস্য- মুহাম্মদ বেলাল উদ্দিন মানিক, মুহাম্মদ মহিউদ্দিন মুন্না, মুহাম্মদ শহিদুল ইসলাম, মুহাম্মদ শাহ জাহান সহ পৌরসভা ইসলামী ফ্রন্ট ও যুবসেনার নেতৃবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply