সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন!


ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> মিয়ানমারে পণ্য ও গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে তরিক উদ্দিন (১৮) এক যুবকের বাঁ-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।সোমবার (৩ ফেব্রুয়ারি)দুপুর ১টার দিকে মিয়ানমার সীমান্ত সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তের শূণ্যরেখায় মিয়ানমারের বিদ্রোহীদের পুঁতে রাখা মাইনে এ দুর্ঘটনা ঘটে। আহত তরিক উদ্দিন রামুর মহিষকুম গ্রামের আহমদ রশিদের ছেলে।স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, তরিক উদ্দিনসহ আরও বেশ অনেকের বিরুদ্ধে চোরাকারবারের অভিযোগ রয়েছে। তারা সীমান্তের ৪৮নং সীমান্ত পিলারের কাছে গেলে বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়। পরে সঙ্গে থাকা লোকজন আহত তরিক উদ্দিন কে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম জানান, মাইন বিস্ফোরণে তরিক উদ্দিন নামের একজনের আহত হওয়ার খবর শুনেছি। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখছেন।স্থানীয়রা আরো জানান,বেশ কিছু দিন ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারের বিদ্রোহীদের জন্য জ্বালানিসহ বিভিন্ন পণ্যের পাচার বেড়েছে। নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজার থেকে এসব মালামাল পাচারের পাশাপাশি ওপার থেকে আসছে ইয়াবা,সুপারীসহ অবৈধ গরু।প্রতিদিন নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী, আশারতলী জামছড়ি, চাকঢালা,লেমুছড়ি, ঘুমধুমের বাইশ ফাঁড়ী, তুমব্রু, পশ্চিমকুল,জলপাইতলী,নোয়াপাড়া ও মধ্যম পাড়া এলাকা দিয়ে লাখ- লাখ টাকার মালামাল পাচার হচ্ছে মিয়ানমারে। এর সঙ্গে স্থানীয় কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে।


Related posts

নামধারী সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি থেকে সাবধান

Md Maruf

মানব হিতৈষী সম্মাননা পেলেন মোঃ নূর কামাল

Md Maruf

আমেরিকা নির্বাচন ২০২০: প্রেসিডেন্ট নির্বাচনে জেতার চাবিকাঠি কেন ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলোর হাতে

Chatgarsangbad.net

Leave a Comment