সীমান্তে ফের ল্যান্ডমাইন বিষ্ফোরণ: একজন আহত!


ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> নাইক্ষ্যংছড়ি সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট আনতে যাওয়ার পথে ল্যান্ডমাইন বিষ্ফোরণে ১ কিশোর আহত হয়েছে। তার বাম পায়ের গোঁড়ালী বিচ্ছিন্ন,ডান পা ও ডান হাতে আঘাত পান। আহত কিশোর সিরাজুল ইসলাম প্রকাশ ধলা পুতিয়া (১৪ )। সে সীমান্তের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোরাপাড়ার ( মলাবিল) নুরুল ইসলামের ছেলে।শুক্রবার(১৪ ফেরুয়ারী) দুপুর ১ টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের ফুলতলী ৪৮ নং সীমান্ত পয়েন্টে ঘটেছে।স্থানীয়রা জানান, সিজাজুল ইসলামসহ আরও অনেকের বিরুদ্ধে চোরাকারবারের অভিযোগ রয়েছে। তারা সীমান্তের ৪৮নং সীমান্ত পিলারের কাছে গেলে বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়। এ সময় সঙ্গে থাকা লোকজন আহত সিরাজুল ইসলাম’কে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম জানান, মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার খবর শুনেছি। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখছেন।স্থানীয়রা আরও জানায়, বেশ কিছু দিন ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারের বিদ্রোহীদের জন্য জ্বালানিসহ বিভিন্ন পণ্যের পাচার বেড়েছে। নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজার থেকে এসব মালামাল পাচারের পাশাপাশি ওপার থেকে আসছে ইয়াবাসহ অবৈধ গরু।প্রতিদিন নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী, আশারতলী জামছড়ি, চাকঢালা, লেমুছড়ি, ঘুমধুম, তুমব্রু, জলপাইতলী,নোয়াপাড়া ও মধ্যম পাড়া এলাকা দিয়ে লাখ-লাখ টাকার মালামাল পাচার হচ্ছে মিয়ানমারে। এর সঙ্গে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে।এ প্রসঙ্গে বিজিবি’র এক কর্মকর্তা জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা এসব কাজে জড়িত। ইদানিং চোরাকারবারিরা প্রতিটি এলাকায় সিন্ডিকেট মজবুত করেছে।নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সূত্রে জানা যায়, বিজিবি’র তৎপরতায় চোরাকারবারিরা প্রধান রুট ব্যবহার করতে ব্যর্থ হয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প পথ বেছে নিয়েছে।সেখানে মাইন বিস্ফোরণের শিকার হচ্ছে।


Related posts

মনোনয়ন পেয়ে হুম্মাম কাদের বললেন, একদিন আমি তারেক রহমানের সঙ্গে সংসদে বসতে পারব

Md Maruf

সাতকানিয়া যানজট নিরেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান

Md Maruf

মাটি খেকোদের বিরুদ্ধে সাতকানিয়ায় ব্রাহ্মণ আদালতের অভিযান

Md Maruf

Leave a Comment