আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত


সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬০) এক ব্যক্তি নিহত হয়েছে। তার মাথা থেঁতলে যাওয়ায় পরিচয় সনাক্ত করা যায়নি।

শনিবার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার সদস্যরা নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি মহাসড়ক পার হওয়ার এসময় একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। কুমিরা হাইওয়ে থানার এসআই ফারুক ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোঃ জাকির রব্বানী বলেন, এক পথচারী সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হন। তার নাম পরিচয় পাওয়া যায়নি। মাথা থেঁতলে যাওয়ায় স্থানীয়রা কেউ তাঁকে চিনতে পারছে না। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর