নিউজ ডেস্ক: চট্টগ্রাম সীতাকুণ্ডে মহাসড়কের পাশে পড়ে থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। ওই ব্যক্তির নাম আবু তালেব (৫৫)। তিনি স্থানীয় মীর আউলিয়া বাড়ির বাসিন্দা এবং একটি কারখানায় নৈশপ্রহরী হিসেবে তিনি কাজ করতেন।
রোববার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আবদুল মোমিন জানান, ধারণা করা হচ্ছে- ওই ব্যক্তি মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।