সিসিইউতে বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া ছবি বেগম খালেদা জিয়ার জীবনী বেগম খালেদা জিয়া কতবার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম pdf বেগম খালেদা জিয়ার জন্মদিন বেগম খালেদা জিয়ার বাড়ি কোথায় বেগম খালেদা জিয়ার বাবার নাম কি বেগম খালেদা জিয়া জন্মস্থান

বিএনপি চেয়ারপারসন বেগম  খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে গুলশানের এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সেখানে তিনি চেয়ারপারসনের চিকিৎসা ব্যবস্থাপনায় যুক্ত মেডিকেল বোর্ডের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

পরবর্তীতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে বলে জানান।

দলের পক্ষ থেকে ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন শায়রুল কবির খান।

এর আগে গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে।

সবশেষ বুধবার (২৬ নভেম্বর) বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান শায়রুল কবির খান। সেই সঙ্গে তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে তার চিকিৎসা চলছে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। কিছুদিন পরপরই নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হচ্ছে।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। পরবর্তীতে চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

বিএনপির খবর/ বাংলাদেশের খবর/চাটগাঁর সংবাদ


Related posts

বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি নির্ধারণ করে দেয়া হবে

Chatgarsangbad.net

ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Chatgarsangbad.net

ব্যাংক উদ্যোক্তা আব্দুল গফফার চৌধুরীর ৯ম মৃত্যুবাষিকী আজ

Chatgarsangbad.net

Leave a Comment